যুক্তরাষ্ট্রে পর্যটক মহাকাশযান বিধ্বস্ত : নিহত ১

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোজেভ মরুভূমিতে পরিক্ষামূলক পর্যটক মহাকাশযান বিধ্বস্ত হয়ে এর একজন পাইলট নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পরীক্ষামূলক পর্যটক মহাকাশযানটি বিধ্বস্ত হবার পর একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, আকাশের অনেক উঁচুতে তিনি একটি বিস্ফোরণ দেখেছিলেন। এর পরপরই যানটির ধ্বংসাবশেষগুলো মোজেভ মরুভূমিতে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সংবাদ সম্মেলনে মোজেভ কর্তৃপক্ষ বলেছে, ঠিক কী কারণে মহাকাশযানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে, পরীক্ষামূলকভাবে ওড়ার অনুমতি দেয়ার আগে যানটিতে কোনো প্রকার ক্রুটি ছিলো না বলে তারা জানিয়েছে। পর্যটকদের মহাকাশে পাঠানোর জন্য মহাকাশযান তৈরির কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। আটশর বেশি পর্যটক মহাকাশে ভ্রমণের জন্য কোম্পানিটির কাছে আগাম অর্থ দিয়েছে।