যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ৩ জনের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। পানির তোড়ে এ সময় কয়েকশ বাড়ি ধ্বংস হয়ে গেছে। রাজ্য দুটিতে অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাতের পর এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফ্লাশ ফ্লাড বা হঠাৎ এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্যান মারকস শহর। শহরটির চারপাশে বন্যার পানি বেড়ে যাওয়ায় স্থানীয়দের বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্যান মারকস শহরের আশপাশের এলাকার ৪শ টির মতো বাড়ি ধ্বংস হয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়া মানুষদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে।