যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রিটিশ রাজ দম্পতি

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও তার সন্তান সম্ভাবা স্ত্রী কেট নিউইয়র্ক এসেছেন। তারা তিন দিনের সফরে গত রোববার নিউইয়র্ক যান। স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টায় নিউইয়র্কের পূর্বাঞ্চলের কার্লাইল হোটেলের বাইরে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের মোটরগাড়ি এসে থামে। এ সময়ে উৎফুল্ল জনতা তাদের দেখতে সেখানে ভিড় করে। দর্শনার্থীদের উদ্দেশে হাসি উপহার দিয়ে উভয়ে হোটেলে ঢুকে পড়েন। নিউইয়র্কে ব্রিটিশ কনস্যুলেট এক টুইট বার্তায় বলেছে, ডিউক ও ডাচেস অব কেমব্রিজ নিউইয়র্ক পৌঁছেছেন। কেট এপ্রিলে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার পরনে ছিলো বেগুনি রঙের মেটার্নিটি কোর্ট। তবে প্রথম সন্তান জজর্কে এ সফরে আনা হয়নি। বিয়ের পর ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসের এক সংক্ষিপ্ত সফরের পর এটি তাদের প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাইরে এটি তাদের দ্বিতীয় সফর। উইলিয়াম প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাত করবেন। এ সময়ে তিনি বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা নিয়ে কথা বলবেন যা তার আবেগ একটি বিষয়। ওবামার সাথে বৈঠকের পর উইলিয়াম বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংকেও ভাষণ দেবেন।