যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে

স্টাফ রিপোর্টার: যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ধানক্ষেতের মধ্যে জরুরি অবতরণ করেছে। ওই উড়োজাহাজে থাকা দু বৈমানিক অক্ষত রয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলনের সময় কারিগরি ক্রুটির কারণে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে যশোর বিমানবন্দরের কাছে মাইদী গ্রামে পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমানের দু পাইলট স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামী তাৎক্ষণিকভাবে বিমান থেকে বেরিয়ে আসেন। দু বৈমানিক অক্ষত ও সম্পূর্ণ সুস্থ আছেন। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে তাদের  বিমানবাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, জরুরি অবতরণের পর বিমানটির একটি ডানা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি ধানক্ষেতেই রয়েছে।