মোষ বাঁচাতে গিয়ে কোচের ধাক্কায় কসাই জখম

 

স্টাফ রিপোর্টার: মোষ বাঁচাতে গিয়ে নিজেই কোচের ধাক্কায় মরতে বসেছেন জয়রামপুর কুঠিরপাড়ার শওকত আলী (৩৫)। গতকাল সোমবার রাত পোনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের জয়রামপুর শেখ ব্রিক্সের অদূরে পূর্বাশা পরিবহনের একটি কোচ তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা কোচটি জয়রামপুর মোড়ে আটক করে।

দুর্ঘটনায় আহত শওকত আলীর অবস্থা আশঙ্কাজনক। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। তার শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, জয়রামপুর কুটিরপাড়ার মৃত বাহাদুর আলীর ছেলে শওকত আলী মাংস ব্যবসায়ী। তিনি গতকালই দামুড়হুদার চাঁদপুর থেকে একটি মোষ কেনেন। মোষটি তিনি জয়রামপুরে নিচ্ছিলেন। রাত আনুমানিক পোনে ৯টার দিকে জয়রামপুর শেখ ব্রিক্সের নিকট পৌঁছুলে পেছন থেকে দর্শনামুখি পূর্বাশা পরিবহনের কোচটি ধাক্কা দেয়। শওকত আলী ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অপরদিকে কোচের এক যাত্রী বলেছেন, মোষটি রাস্তার মাঝে উঠে আসে। মোষটি ঘোরাতে গেলে তিনি কোচের ধাক্কায় আহত হন। মোষটি অবশ্য অক্ষতই থাকে।