মোশাররফের এক বছরের সাজা বহাল

স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফের সরকারি অর্থ আত্মসাতের দুর্নীতি মামলায় এক বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে ৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আবু বকর সিদ্দিকীর একক বেঞ্চ মোশাররফের আপিলের নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন। আদালতে মোশাররফের আইনজীবী মোহাম্মদ শাহ আলম ও দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। প্রসঙ্গত, ১৯৯১ সালের ২৯  জানুয়ারি তৎকালীন ঢাকা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এমএ মান্নান বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিসিআইসি’র চেয়ারম্যান এবং শিল্প সচিব থাকাকালে মোশাররফ হোসেন ভ্রমণ ভাতাসহ বিভিন্ন খাতে ৫ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাৎ করেন। এ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল ১৯৯২ সালের ২ জুলাই তাকে তিন বছরের কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানা করে রায় দেন। মামলা দায়েরের পরপরই মোশাররফকে কারাগারে যেতে হয়। এক বছর কারাভোগের পর তিনি কারামুক্তি পান। এ রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট ওই রায় দেন। আইনজীবী মোহাম্মদ শাহ আলম জানান, তিনি যতোদিন কারাভোগ করেছেন হাইকোর্ট ততোদিন বহাল রেখেছেন। ফলে তাকে আর সাজা ভোগ করতে হবে না। খুরশীদ আলম খান জানান, মোশাররফের আপিল নিষ্পত্তি করে এক বছরের সাজা বহাল রেখেছেন আদালত। এছাড়া ৬ লাখ টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে। তবে ইতোমধ্যে সে এক বছর সাজা ভোগ করায় তাকে আর সাজা ভোগ করতে হবে না। কিন্তু জরিমানার টাকা দিতে হবে।