মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে দুই প্রতারক

আলমডাঙ্গা রায়লক্ষ্মীপুরে পুলিশ পরিচয়ে স্কুলছাত্রকে তুলে নিয়ে

পাঁচমাইল প্রতিনিধি: আলমডাঙ্গা রায়লক্ষ্মীপুরের স্কুলছাত্রকে তুলে নিয়ে মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে দুই প্রতারক। পুলিশ পরিচয়ে স্কুলছাত্র সাগরকে লক্ষ্মীপুর বাজার থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা। পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলে উঠিয়ে সালামত বাজারের অদূরে সাগরকে মারধর করে। এ সময় সাগরের ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয় বলেও জানা গেছে।

জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর বাগনেপাড়ার শাহাজানের ছেলে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাগর (১৪)। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বিশেষ কাজে লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলো সে। এ সময় বাজারের পাশেই দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি তার নাম সাগর কি-না জানতে চাই। সাগরের নামে হত্যা মামলা রয়েছে বলেও জানায় তারা। নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে পিস্তল ঠেকিয়ে সাগরকে মোটরসাইকেলে উঠিয়ে নেয় দুই ব্যক্তি।

পথিমধ্যে সালামত বাজারের অদূরে চারাতলা মাঠ নামক স্থানে সাগরকে নামিয়ে মারধর করে তারা। সাগরের কাছে থাকা মোবাইলফোন নিয়ে তাকে ছেড়ে দেয় দুই ব্যক্তি।

সাগরের পিতা শাহাজান জানান, লক্ষ্মীপুর বাজারের এক দোকানে পাওনা টাকা আনার জন্য সাগরকে পাঠায় তার মা। ওই টাকা আনতে বাজারে গেলে সাগর অপহরণ চক্রের কবলে পড়ে। তার কাছে থাকা মোবাইলফোন ছিনিয়ে নেয় তারা। তবে দুই ব্যক্তির কাউকে চিনতে পারিনি বলে জানিয়েছে সাগর।