মোদীকে ঠেকাতে মমতাকে পাশে চান সোনিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: নরেন্দ্রমোদীকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আবার সুসম্পর্ক গড়ে তুলতে চানকংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ভোটপর্ব শেষ হতেই গত সোমবার সোনিয়া গান্ধীরনেতৃত্বে কংগ্রেস কোর কমিটির বৈঠক বসেছিল। বৈঠকে দুটি সিদ্ধান্ত হয়।প্রথমটি, মোদীকে ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করা হবে৷ দুই, এক্সিট পোলের ফলাফলদল খারিজ করবে৷প্রথম উদ্দেশ্য হাসিল করতে গেলে মমতাবন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসসহ আঞ্চলিক দলগুলোকে পাশে পেতেই হবেকংগ্রেসকে৷ সে জন্যই মমতাকে পাশে পেতে ঝাঁপাতে চায় কংগ্রেস৷ মমতার সাথেসম্পর্ক পুনরুদ্ধারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন খোদ সোনিয়া গান্ধী।ইউপিএথেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে আসার পর গত বছর দেড়েক কংগ্রেসের সঙ্গে মমতারসম্পর্ক মোটেই মধুর নয়৷ কিন্তু সে সম্পর্ককে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতেউদ্যোগী হয়েছেন সোনিয়া নিজে৷ এমনিতে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক খারাপ হলেওসোনিয়ার সাথে মমতার সম্পর্কে উষ্ণতায় ভাটা পড়েনি৷ দুজনেই একে অপরের প্রতিশ্রদ্ধাশীল৷ ভবিষ্যতের কথা ভেবে সেই সম্পর্ককে চাগিয়ে তোলার চেষ্টা করবেনসোনিয়া৷