মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় আহত চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের দশম শ্রেণির তিন ছাত্র

স্টাফ রিপোর্টার: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় আহত হয়েছে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়ামারা ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহত তিন ছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জাফরপুরের শহিদুল ইসলামের ছেলে বায়েজিদ হোসেন অমিত, বড়বাজারপাড়ার আজাদ হোসেনের ছেলে নাঈম আল ইউসুফ সৌম্য ও বেলগাছি মদারাসাপাড়ার জাহিদুর রহমানের ছেলে সাফিন একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সৌম্য চালাচ্ছিলো মোটরসাইকেল। আহতরা বলেছে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের অদূরে একটি আলমসাধুকে সাইড দিতে গেলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা তিনজনই চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এদের অর্ধবার্ষিক পরিক্ষা চলছে। এর মাঝে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হয়ে এখন হাসপাতালে। তবে চিকিৎসক বলেছেন, রক্তাক্ত জখম তিনই আশঙ্কামুক্ত।