মেয়ে অর্নার মৃত্যুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মা সীমা

বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: কন্যা হারানোর শোক সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষক শামীমা আক্তার সীমা। তাকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফিমেল মেডিসিন ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে গতকাল বাদ আছর শিক্ষক দম্পতির কন্যা জারিন তাসনিম অর্নার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তালতলাস্থ অর্নার দাদাবাড়ি আয়োজিত মিলাদ মাহফিলে অসংখ্য মানুষ শরিক হন।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলো অর্না। তার মা শামীমা আক্তার সীমা প্রভাতী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পিতা আব্দুস সালাম ঝিনুক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক। গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শিক্ষক দম্পতি চুয়াডাঙ্গা জেলা শহরের টিঅ্যান্ডটির বিপরীতে হকপাড়ার বাসিন্দা। অর্না অসুস্থ হওয়ার ৬ দিনের মাথায় সন্তানের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন পিতা-মাতা। শোক সহ্য করতে না পেরে পিতা-মাতা দুজনই অসুস্থ হয়ে পড়েন। শামীমা আক্তার সীমাকে কোনোভাবেই খাওয়ানো সম্ভব হয়নি। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গতকাল সকালে সীমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।