মেয়ের বাড়িতে খাওয়া নিয়ে খোটা : বাগবিতণ্ডার পর মারপিটে আহত : মা-মেয়ে হাসপাতলে

 

 

স্টাফ রিপোর্টার: মারপিটে মা আনোয়রা খাতুন (৬০) ও তার মেয়ে আফরোজা খাতুন আহত হয়েছেন। মেয়ের বাড়িতে মেয়ের স্বামীর ভাইদের হাতে পিটুনিতে আনোয়ারা আহত হন। ঠেকাতে গেলে মেয়েও মারপিটের শিকার হন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে মুন্সিগঞ্জ গড়গড়ির ইকরামুল জানান, আমার মা মারা গেছেন অনেক আগে। পিতা হাসমত বিশ্বাস আমার মধ্যেই খাওয়া-দাওয়া করেন। আমার অপর দু ভাইয়ের একজন আশরাফুল ইমামতি করেন। আরেক ভাই কাঠমিস্ত্রি। ইমামতি করো, বাপকে খেতে দাও না? এ প্রশ্ন তুলতেই আশরাফুল আমার গলা চেপে ধরে। আমার বাড়িতেই ছিলেন আমার শাশুড়ি আনোয়ারা। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের কালুপোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। আমার বাড়িতে আমার শাশুড়ি থাকায় কটুক্তি করে আশরাফুল। বাধে ঝগড়া। এক পর্যায়ে ইমাম আশরাফুলসহ তার লোকজন আমার শাশুড়ি ও আমার স্ত্রীকে বেদম প্রহর করে। খবর পেয়ে মাঠ থেকে ছুটে আসি। ওদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি। আশরাফুল সরোজগঞ্জের একটি মসজিদে ইমামতি করেন।