মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এলাহী ফার্মেসীর অর্থদণ্ড

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযান

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এলাহী ফার্মেসীর মালিক আবুল বাশারকে অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে একটি বিশেষ দল কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালান। এ সময় বাজারের এলাহী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে আবুল বাশারকে ২০০৯ সালের ৫১ ধারায় ১৫শ’ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আজিবার রহমান সিজার, সেক্রেটারি মোস্তাফিজ কচি ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাশেম প্রমুখ। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো নষ্ট করা হয়।