মেহেরপুর সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ!

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি শিশু পরিবার থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। গত শুক্রবার নিখোঁজ হলেও অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল রোববার শিশু পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

জানা যায়, মেহেরপুর সরকারি শিশু পরিবারের ছেলে আনিছুর রহমান (১০) বগুড়া জেলার দুপচাঁচিয়ার ছেলে। তার পিতার নাম নূর ইসলাম। সে ২০০৮ সালের ৯ আগস্ট থেকে মেহেরপুর শিশু পরিবারের সদস্য হিসেবে সেখানে অবস্থান করছে। গত শুক্রবার বিকেলে শিশু পরিবারের মাঠে খেলা শেষে সন্ধ্যায় নাস্তা খেয়ে রুমে ফেরেনি। ওই রাতেই তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বোরবার শিশু পরিবারের পক্ষ থেকে উপতত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মেহেরপুর সদর থানার এসআই মিজানুর রহমান জানান শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ৯ আগস্ট শিশু আনিছুর রহমান মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে একা ঘুরে বেড়ানোর সময় স্থানীয় প্রশাসনের ও এলাকাবাসীর সহযোগিতায় অনাথ হিসেবে শিশু হিসেবে মেহেরপুর শিশু পরিবারের জিম্মায় রাখা হয়।