মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি.এম কলেজের সততা স্টোর পরিদর্শন করেছেন দুদক কমিশানার

মেহেরপুর অফিস: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সততা স্টোর পরিদর্শন করেছে দুদক কমিশানার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। এ সময় তিনি বিদ্যালয়ের সততা স্টোর থেকে ছাত্রীদের খাবার ও খাতা-কলম কেনা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় তিনি প্রতিষ্ঠান ক্যাম্পাসে পৌঁছুলে প্রতিষ্ঠানের গার্লস গাইড ও গার্লস ইন স্কাউট দল তাকে গার্ড অব অনার জানায়। তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। পরে প্রতিষ্ঠানের হলরুমে ছাত্রী সমাবেশে অধ্যক্ষ মহা. আখতারুজ্জামানের সভাপতিত্বে ছাত্রীদের উদ্দেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন- দুর্নীতি প্রতিরোধে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। শিশু বয়স থেকে তোমাদের সৎভাবে চলতে হবে। ভালো কাজ করতে হবে; মন্দ কাজ পরিহার করতে হবে। দেশের দুর্নীতি কমাতে শিশুকাল থেকে সততা অর্জন করতে হবে। তাই তোমাদের হাতে সততা স্টোর ছেড়ে দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের সততা স্টোর সুন্দরভাবে চলছে জেনে আমি খুবই খুশি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন- আমরা মেধাবী শিক্ষার্থী চাই না। চাই ভালো শিক্ষার্থী। তোমরা ভালো মানুষ হবে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে এটা আমরা আশা করি। তিনি আরো বলেন- এ প্রতিষ্ঠানের ছাত্রীরা জেলায় সকল কাজে প্রশাসনের সাথে থাকে। জাতীয় সব অনুষ্ঠানের র‌্যালি ও আলোচনাসভায় উপস্থিত থাকে। তাদের সহযোগিতা প্রশংসার যোগ্য। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে দুদক খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হাসান বলেন- আমি বহু প্রতিষ্ঠানে গিয়েছি। কিন্তু এ প্রতিষ্ঠানের ছাত্রীরা আমাদের যে সম্মান দিলো। তাতে আমি অভীভূত। আমি সারাজীবন ভূলতে পারবো না। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন দুদকের পরিচালক (প্রতিরোধ) মুমিরুজ্জামান, দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আব্দুল গাফফার এবং প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সততা শিক্ষা দিতে প্রাথমিকভাবে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে শিক্ষার্থীদের জন্য সততা স্টোর খোলা হয়েছে। এই মুহূর্তে ২০টি বিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর খোলা হবে বলে জানালেন মেহেরপুর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।