মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাতশিল্পী ওস্তাদ করিম শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভারতের মুর্শিদাবাদ থেকে আগত বিশিষ্ট লোকশিল্পী রবিউল আলম, একাডেমির সহসভাপতি মমিনুল ইসলাম, যুগ্মসম্পাদক অ্যাড. আল মামুন রাসেল ও আব্দুল ওয়াদুদ, কোষাধ্যাক্ষ মহিদুল ইসলাম মহিত, কার্যকরী সদস্য আবুল হাসনাত দীপু ও বারিকুল ইসলাম লিজন, কালচারাল কর্মকর্তা তানবীর রহমান। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। আরো বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সদস্য পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রমুখ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতে অংশগ্রহন করেন শিল্পী রবিউল আলম। অনুষ্ঠানের ১ম পর্বে সমবেত সূচনা কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাশ্বত চক্রবর্তী নিপ্পন। পরবর্তীতে অনুষ্ঠান উপস্থাপনা করেন কার্যকরী পরিষদের সদস্য মানিক হোসেন।