মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন : আমিরুল সভাপতি শাহাদুল সম্পাদক নির্বাচিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। দ্বিবার্ষিক ওই নির্বাচনে সভাপতিসহ নীল প্যানেল ৯টি পদে এবং সাধারণ সম্পাদকসহ ৬টি পদে সবুজ প্যানেল জয়লাভ করেছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির (কাঁঠালতলা) কার্যালয়ে ওই নির্বাচন চলে। নির্বাচনে ১২৪ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি জানান- নির্বাচনে ৭৭ ভোট পেয়ে নীল প্যানেলের আমিরুল ইসলাম সভাপতি হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের সোহবার হোসেন ৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সবুজ প্যানেলের শাহাদুল ইসলাম ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের আহসান হাবিব বেল্টু ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নীল প্যানেলে সহসভাপতি পদে আবুল হাসান (৬৪ ভোট), যুগ্ম সম্পাদক পদে সিদ্দিকুর রহমান স্বপন (৫৮ ভোট) এবং সদস্য পদে মিজানুর রহমান, ছানোয়ার হোসেন, মোমিনুল ইসলাম, হাসানুজ্জামান বাবলু, আরিফুল ইসলাম ও ইদ্রিস আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া সবুজ প্যানেলে সহসভাপতি পদে নাসিরউদ্দিন-(২) (৭৪ ভোট), যুগ্ম সম্পাদক পদে আব্দুস সাত্তার জাহিদ (৭৪ ভোট), কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম (৫৫ ভোট) এবং সদস্য পদে আব্দুল বাতেন ও কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর রহমান। তাকে সহযোগিতা করেন সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা ও সদস্য আব্দুল্লাহ আল মামুন রাসেল।