মেহেরপুর গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ইটভাটা ও করাতকল মালিকের জরিমানা

গাংনী প্রতিনিধি: পরিবেশ আইন লঙ্ঘন করে কাঠফাড়াই ও ইট পোড়ানোর অপরাধে মেহেরপুর গাংনী উপজেলার একটি করাতকল এবং একটি ইটভাটা মালিকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্র জানায়, দির্ঘদিন যাবত বাওট গ্রামের জাহাঙ্গীর আলম সনদপত্র ছাড়াই রাস্তার পাশে করাতকলের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ অপরাধে তার কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে ছাতিয়ানের ইটভাটা মালিক মহিদুজ্জামানের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।