মেহেরপুর কলেজ ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক ফেরদৌস শোভন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সম্পাদক হেলালউদ্দিন, ছাত্রলীগ নেতা ইসমাইল, রাজন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল। এর আগে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।