মেহেরপুর ইছাখালীতে তমালিকার আত্মহত্যা : শ্বশুরকুলের ৭ জনের বিরুদ্ধে স্বামী লালনের মামলা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইছাখালী গ্রামের বিষপানে আত্মহত্যাকারী তমালিকার স্বামী লালন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার শ্বশুরকুলের ৭ জনকে আসামি করে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছে।

লালনের দায়ের করা মামলায় আসামিরা হলো- ইছাখালী গ্রামের পিজিরউদ্দিন, তার ছেলে মিলন, আসাদুল, সাইফুল, বকুল, এসকেন্দারের ছেলে মহিদুল ও তমালিকার মা আছিমা খাতুন। ইছাখালী গ্রামের সদর আলীর ছেলে লালনের অভিযোগ, প্রেমজ সম্পর্ক গড়ে সে একই গ্রামের প্রবাসী আনারুলের মেয়ে তমালিকাকে বিয়ে করে। মেয়ের অভিভাবকরা তমালিকাকে নাবালিকা মেয়ে বলে লালনের নামে অপহরণ মামলা করে। ওই মামলায় পুলিশ তাদের ২ জনকে আটক করে তমালিকাকে পিতা-মাতার হেফাজতে দেয়। পরে লালনের কাছে তমালিকা ফিরে যেতে অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে লালন তার স্ত্রী তমালিকাকে ফিরে আনার চেষ্টা করে। গত সোমবার অভিভাবকরা তমালিকাকে ঘরে আটকে নির্যাতন করে। ওই রাতে সে ক্ষোভে-অভিমানে ঘরে রাখা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।