মেহেরপুর আশরাফপুরে অবসর প্রাপ্ত বিজিবি সদস্য’র আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা : থানায় অভিযোগ দায়ের

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের একটি পোষা কুকুর মারতে মালিকের বাড়ির ভেতর প্রবেশ করে ধারালো অস্ত্র চালানো, গৃহবধূদের সাথে অসৎ আচরণ করা ও গৃহকর্তার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়ার চেষ্টার প্রতিবাদে মেহেরপুর সদর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশরাফপুর গ্রামের অবসর প্রাপ্ত বিজিবি সদস্য মোহাম্মদ কাজী হাবিবুল ইসলাম গতকাল শনিবার সন্ধ্যায় ওই অভিযোগ দাখিল করেন।
মামলার বিবরণে জানা যায়, বুধবার আশরাফপুর গ্রামের মনোরুদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন প্রতিবেশী বিজিবি’র অবসরপ্রাপ্ত সদস্য কাজী হাবিবুল ইসলামের একটি পোষা কুকুরকে হত্যার উদ্দেশে হাসুয়া হাতে ছুটে আসে। সাদ্দাম হোসেন বাড়ির ভেতরের গোসলখানা বরাবর হাসুয়া ছুড়তে থাকে। এছাড়া তার সহযোগী ইউনুস আলীর ছেলে হাকিম ও মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুস সালাম গৃহকর্তা কাজী হাবিবুল ইসলামের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করে ও ইট মারতে উদ্যত হয়। তারা জীবন নাশের ও পরবর্তীতে জান-মালের ক্ষতি হুমকী দেয়। এ ঘটনায় কাজী হাবিবুল ইসলাম শনিবার মেহেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।