মেহেরপুর আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আমিরুল ইসলাম-শাহাদুল ইসলাম কানায় প্যানেলের সভাপতি হিসেবে আমিরুল ইসলাম পুনর্নিবাচিত হওয়াসহ ১৫টি পদের মধ্যে ১১টিতে জয়ী হয়েছেন।
এদিকে বিল্টু-জাহিদ নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ চারটিতে জয়ী হয়েছেন। গতকাল শনিবার বিকেলে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
১২১জন ভোটারের মধ্যে ১৫ পদে মোট ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের মোট ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নিবাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবিব বেল্টু ৫০ ভোট পান ।
আমিরুল-কানায় প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি নাসির উদ্দিন, মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম, মেহেদি আরাফাত পাশা, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধক্ষ্য শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার নাজমুল হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, গিয়াসউদ্দিন মো. তুহিন।
এদিকে নীল প্যানেল থেকে বিজয়ী আব্দুস সাত্তার জাহিদ ৬৮ ভোট পেয়ে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন অপর প্রার্থী শাহাদুল ইসলাম কানায় ৪৮ ভোট। বিজয়ী অন্য প্রার্থীরা হলো দফতর সম্পাদক জিয়াউর রহমান, নির্বাহী সদস্য শামীম রেজা সোহেল রানা।