মেহেরপুরে ৩ দিনব্যাপি ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

মেহেরপুর অফিস: ‘নব প্রযুক্তির উন্মেষ, উন্নত করবে দেশ’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে ৩ দিনব্যাপি ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৪ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির অনুধাবন, দেশের তরুণ সমাজের সুপ্ত ও সৃজনশীল চিন্তা চেতনার প্রষ্ফুটন, বিজ্ঞানবিষয়ক বিভিন্ন বাস্তবধর্মী ধারণা দিয়ে সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং নতুন নতুন প্রযুক্তি দৈনিন্দিনজীবনে প্রয়োগে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এ সময় তার সাথে ছিলেন এনডিসি আমীনুল ইসলাম, সহকারী কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। আজ রোববার ও কাল সোমবার অনুষ্ঠান চলবে।