মেহেরপুরে ১০ দিনব্যাপি বৃক্ষ মেলা সম্পন্ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে ১০ দিনব্যাপি বৃক্ষ মেলা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহীদ ডা. সামসুজ্জোহা নগর উদ্যানে মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন ও বিএটিবি’র সিনিয়র ব্যবস্থাপক একে সাজ্জাদ আহমেদ তালুকদার। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আকরামুল হক, ডা. আক্তারুজ্জামন, এনডিসি আমীনুল ইসলাম প্রমুখ।

পরে শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অধিকারী মেহেরপুর বিএটিবি, দ্বিতীয় স্থান অধিকারী বনবিভাগ ও তৃতীয় স্থান অধিকারী মেহেরপুর কৃষিবিভাগ এবং শ্রেষ্ঠ নার্সারী হিসাবে প্রথম পপি নার্সারী, দ্বিতীয় আমঝুপি নার্সারী ও তৃতীয় স্থান অধিকারী ভাই-বোন নার্সারি মালিকদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতারণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ বিভাগ ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে ৫ আগস্ট সকালে ১০ দিনব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।