মেহেরপুরে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দাবিতে স্মারকলিপি পেশ

মেহেরপুর অফিস: দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মেহেরপুর পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সময়মতো বেতন-ভাতা পরিশোধ এবং পেনশন-গ্রাচ্যুইটি সরকারি কোষাগার থেকে পাওয়ার দাবিতে মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে স্মারকলিপি পেশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এমপির বাড়িতে এ স্মারকলিপি পেশ করে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে দাবি বাস্তবায়নের জন্য এমপিকে অনুরোধ করেন পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মহাসিন আলী, সহসভাপতি শফিউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাদ্দেছ হোসেন, পৌর সচিব হারেস উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, স্টোর কিপার রকিবুল ইসলাম মিঠু, সহকারী আদায়কারী মো. শফিউদ্দিনসহ মেহেরপুর পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।