মেহেরপুরে সওজ শ্রমিক কর্মচারীদের ২য় দিনে কর্মবিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: ৭ দফা দাবিতে দ্বিতীয় দিনেও কর্মবিরতি, বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেছে মেহেরপুর জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকরা। গতকাল সোমবার জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফ হোসেনের নেতৃত্বে অফিস কার্যালয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় সেখানে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আবু শাহীন সালাউদ্দিন, সহ-সভাপতি সোহেল রানা, রাশেদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গহর আলী, প্রচার সম্পাদক হাতেম আলী, কোষাধ্যক্ষ আবুল বাকি জোয়ার্দ্দার, অফিস সম্পাদক আখতার আলী, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নুর, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মফিজুর রহমান, দুদু শেখ, সিদ্দিক আলী, আব্দুল মান্নান, জামাল উদ্দিন, আবু তালেব, আমজাদ হোসেন প্রমুখ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অবস্থান ধর্মঘটে ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬০ এর স্থলে ৬২ করতে হবে, বিনা পেনশনে যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের উপযুক্ত অনুদানের ব্যবস্থা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাচাইকৃত ২ হাজার ৬শ ৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে নিয়মিত ও অবশিষ্ট ৪ হাজার ৩শ ৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে শর্ত শিথিল করে নিয়মিত প্রজ্ঞাপন/এসআরও জারী করা সহ ৭টি দাবি জানান শ্রমিক-কর্মচারীরা।