মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময়

 

মেহেরপুর অফিস: আসন্ন শারদীয় দর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছ মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক অভিজিৎ, হরিসভা মন্দিরের সভাপতি অলোক কুমার দাস, কালি মন্দির পূজা কমিটির সভাপতি দেবাষীশ, শ্রীনায়েব বাড়ি পূজা মন্দিরের মানস ভাস্কর, চাঁদবিল পূজা মন্দিরের সভাপতি ক্ষুদিরাম বিশ্বাসসহ সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক সদস্যগণ ও থানার সকল পুলিশ কর্মকর্তাগণ।

পুলিশ সুপার বলেন- পূজামন্দিরের আশেপাশের সড়ক ও এলাকা এবং প্রতীমা বিসর্জন দেয়ার এলাকায় পুলিশের পাশাপাশি আনছার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। মন্দিরের জস্ব লাইটিং, সিসিটিভি, স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। তিনি আরো বলেন- সন্ধ্যার আগে প্রতীমা বিসর্জন দিতে হবে। কারণ সন্ধ্যার আগে প্রতীমা বিসর্জন দিলে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।