মেহেরপুরে শহীদ জিয়ার ৩৩তম শাহাদতবার্ষিকী পালিত

 

মেহেরপুর অফিস: সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা কমিটির আহ্বানে মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদতবার্ষিকীর স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার মেহেরপুর পৌর টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব নাজমুল হক লিটনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সহত্রান বিষয়ক সম্পাদক মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাকির হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন, আব্দুস সোবহান, সদস্য মাহফুজুর রহমান অশেষ, এসএম রফিকুল আলম বকুল, মোকাদ্দেস হোসেন, শাহাবুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, আব্দুল্লাহ আল মাজবুর, পেশাজীবী নেতা নজরুল ইসলাম তারা, মোস্তাফিজুর রহমান বাবলু প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় মাসুদ অরুন বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রদর্শিত পথে বহুদলীয় গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।