মেহেরপুরে মাথাপিছু ফেতরা ৬০ টাকা

মেহেরপুর অফিস: চলতি বছর মেহেরপুরে মাথাপিছু ফেতরা ৬০ টাকা ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আলোচনাসভা শেষে পৌর ইমাম সমিতির পক্ষ থেকে ওই ঘোষণা দেয়া হয়। মেহেরপুর পৌর ইমান সমিতির সভাপতি হাফেজ মাও. রোকনুজ্জামানের সভাপতিত্বে মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে অনুষ্ঠিত ফিতরা নির্ধারণী আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি মেহেরপুর কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আনছার উদ্দিন বেলালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাও. মুফতি আব্দুল হান্নান, হাফিজুর রহমান, জাহিদ হাসান, ইয়ারুল ইসলাম প্রমুখ। ইমাম সমিতির পক্ষ থেকে আরো বলা হয়েছে- সমাজের বিত্তশালীরা ইচ্ছা করলে খেজুর অথবা কিচমিচ সমমূল্যের মাথাপিছু ফেতরা আদায় করতে পারেন। তবে কোনোভাবে মাথাপিছু ফেতরা ৬০ টাকার নিচে দেয়া যাবে না।