মেহেরপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মেহেরপুর অফিস: ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মেহেরপুর ও মুজিবনগরে জাতীয় সেনিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। মেহেরপুরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মেহেরপুরের আয়োজনে এবং মেহেরপুর পৌরসভা, সেভ দ্য চিলড্রেন ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুরের সহযোগিতায় গতকাল রোববার সকালে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। পরে জেলা প্রশাসক পরিমল সিংহের অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যালয়ে স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও র‌্যালিতে ও হাতধোয়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এনজিও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে সকাল ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কৃষি অফিসার মুহ. মোফাকখারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির প্রকল্প পরিচালক সুনীল কুমার রায়, উপপ্রকল্প পরিচালক ইউনুস আলী, টেকনিক্যাল অফিসার একেএম আব্রাহাম লিংকন, সুরেশ রায়, কাজী জায়েদ বীন সোলাইমান, ব্র্যাক ওয়াস কর্মসূচির বিশ্বনাথ বিশ্বাস, এরিয়া ম্যানেজার গোপাল চন্দ্র, ব্র্যাঞ্চ ম্যানেজার মোস্তাক আহাম্মেদ ও হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি, ব্র্যাক ও সেভ দ্য চিলড্রেন। র‌্যালিতে স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।