মেহেরপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় রাখা, তারকাঁটার বেড়া না কাটা, ভারত থেকে কোনো মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোনো বাংলাদেশি-ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার করতে না পারে সে ব্যাপারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজিবি-বিএসএফ পর্যায়ে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলার নবীননগর খালপাড়া সীমান্তে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর বিওপি কমান্ডার পর্যায়ে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেন পিলার ১১৬’র নিকট শূন্য রেখা বরাবর নবীননগর খালপাড়া এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মিজানুর রহমান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের নাটনা ক্যাম্প কমান্ডার এসআই শওকত আলী।