মেহেরপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ওয়াচ গ্রুপের দাবি নামা পেশ

আমঝুপি প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আমঝুপি ও আমদহ কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের একটি প্রতিনিধি দল মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলীর সাথে তার কার্যলয়ে সরাসরি সাক্ষত করে একটি দাবি নামা পেশ করা হয়। তাবি দাওয়ার মধ্যে ছিলো মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৩৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পোস্টিং দেয়া। বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ ও সীমানা পাঁচিল নির্মাণের দাবি জানানো হয়। একই সাথে জেলার প্রতিটি বিদ্যালয় পরিদর্শনরে আহ্বান জানানোর পাশপাশি কোচিং ও প্রাইভেট পড়ানোর নজর দারি বৃদ্ধিতে অনুরোধ করা হয়। এ সময়ে আমঝুপি ও আমদহ কমিউনিটি এডুকেশন ওয়াচ সদস্যগণ ছাড়াও প্রত্যাশা প্রকল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।