মেহেরপুরে নোংরা পরিবেশে মাংস ও মিষ্টি বিক্রির অভিযোগে জরিমানা আদায়

 

মেহেরপুর অফিস: ওজনে কম দেয়া এবং নোংরা পরিবেশে মাংস ও মিষ্টি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়, আমঝুপি ও বারাদী বাজারে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়ে মিষ্টি ব্যবসায়ী কালাম বিশ্বাসকে এক হাজার টাকা, আমঝুপি বাজারের মিষ্টি ব্যবসায়ী বিল্লাল ও মোখলেছুর রহমানকে ৪শ’ টাকা করে জরিমানা করেন। এপর আমঝুপি হাটে মাংস ব্যবসায়ী সিদ্দিক, জুয়েল, মামলত ও শাকিলের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে বারাদী বাজারের মিষ্টি ব্যবসায়ী আব্দুল জব্বারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।