মেহেরপুরে নির্মাণ হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

মেহেরপুর অফিস: মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের উপকণ্ঠে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে খড়ের মাঠ এলাকায় নির্ধারিত স্থানে নির্মাণকাজের উদ্বোধন করেন মেহেরপুর গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ।

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করছে গণপূর্ত অধিদফতর। এটি চালু হলে মেকানিক্যাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ওয়ার্কশপ, ওয়েল্ডিং, সেলাই, রেফ্রিজারেটর, রেডিও-টিভি মেরামত ও হাউজ কিপিং ট্রেডে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণপ্রাপ্তরা দক্ষ জনশক্তি হিসেবে বিভিন্ন দেশে কাজের সুযোগ পাবেন। বাড়তি অর্থ দিয়ে ঢাকায় প্রশিক্ষণ নিতে হবে না। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি বেকার সমস্যাও দূর হবে।

অপরদিকে দক্ষ জনশক্তি হিসেবে সাধারণ শ্রমিকদের চেয়ে দ্বিগুন বেতনে কাজ করার সুযোগ পাবে। সর্বোপরি মেহেরপুর জেলার মানুষ আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে জানিয়েছেন গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ১২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ছয় কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ছয়তলার ডরমেটরি ভবন, ৮০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রিন্সিপাল কোয়ার্টার ও বৈদ্যুতিক উপকেন্দ্র, ভূগর্ভস্থ জলাধার, গ্যারেজ এবং সাইকেলস্ট্যান্ড নির্মাণ করা হবে। ২০১৫ সালের জুন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।