মেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠছে আলোর ফাঁদ দিয়ে ধানের পোকা মারা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় জনপ্রিয় হয়ে উঠছে আলোর ফাঁদ দিয়ে ধানের পোকা মারা। কীটনাশক দিয়ে ধান গাছের পোকা মারতে চাষিরা যখন হিমসিম খাচ্ছেন তখন জেলা কৃষি বিভাগের পরামর্শে আলোর ফাঁদ ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন চাষিরা। ফলে দিন দিন চাষিদের মাঝে আগ্রহ বাড়ছে আলোর ফাঁদ ব্যবহারে। বর্তমানে আবহাওয়াগত কারণে ধান গাছে পোকার আক্রমন বেড়ে গেছে। এই পরিস্থিতিতে চাষিরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে ক্ষতিকারক সব পোকা মারতে ব্যর্থ হচ্ছেন। তাই পরিবেশবান্ধব আলোর ফাঁদ ব্যবহার করে চাষিরা ভালো ফল পাচ্ছেন। চাষিরা জানান, কীটনাশকের চেয়ে আলোর ফাঁদ ব্যবহার করে বেশি পোকা মরছে।

কীটনাশক ব্যবহারে করলে ধান গাছের অনেক উপকারী পোকা মারা যায় কিন্তু আলোর ফাঁদ ব্যবহার করলে শুধু ক্ষতিকারক পোকা মরে। তাছাড়া এটি পরিবেশবান্ধব। মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল নামকস্থানে একটি ধানক্ষেতে ওই আলোর ফাঁদ দিয়ে ধানের পোকা মারা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু। উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ।