মেহেরপুরে কৃষি মেলায় আয়োজিত আলোচনাসভায় এমপি ফরহাদ হোসেন বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন- বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন চাল, সবজি বিদেশে রফতানি করছি। কোনো কৃষককে আর তেল, সার নিতে লাইনে দাঁড়াতে হয় না। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলা চত্বরে ৫ দিনব্যাপী কৃষি মেলায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে কৃষিতে উন্নয়ন ঘটেছিলো। ২০০৮ সালে আবারও ক্ষমতায় আসার পর থেকে কৃষিতে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। কৃষকরা যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারে সে লক্ষ্যে সরকার কৃষিবিদদের নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইয়ুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কামরুজ্জামান। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় ২১টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান কৃষিপণ্য ও কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শন করছেন।