মেহেরপুরের ৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক১৩ প্রদান

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মেহেরপুরের ৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক/২০১৩ প্রদান করা হয়েছে। এরা হলেন- কণ্ঠ সঙ্গীতে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট টিভি শিল্পী সঙ্গীত পরিচালক আশরাফ মাহমুদ, যাত্রা শিল্পে মশিউজ্জামান বাবু, লোক সংস্কৃতিতে ননীগোপাল ভট্টাচার্য, নাটকে দৌলত হোসেন ও আবৃতিতে আবুল হাসনাত দিপু।

গতকাল শনিবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হেমামেত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন। জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, সদস্য মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, বারিকুল ইসলাম লিজন, প্রশিক্ষক শ্বাশত নিপ্পন প্রমুখ। এসময় জেলা শিল্পকলা একাডেমীর যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ, সদস্য ফৌজিয়া আফরোজ তুলিসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।