মেহেরপুরের যাদবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুঘলকি কাণ্ড

মেহেরপুর অফিস: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরের যাদবপুর সড়কে রনক্ষেত্রে পরিণত হয়। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর শহরের বোসপাড়ার খোকনের ছেলে মিজানুর রহমান জনি গত সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে আকবর আলীর ছেলে বাবুর কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালের দিকে জনি বুড়িপোতা গ্রামের কাদের বিশ্বাসের ছেলে সিরাজুলকে একা পেয়ে মারধর করাসহ তার একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ খবর বুড়িপোতায় পৌঁছুলে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুপুরের দিকে গ্রামের শ শ মানুষ তরবারি, ঝুপি, টাঙি, সোর্ডসহ দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে মেহেরপুরের উদ্দেশে রওনা দেয়। বুড়িপোতা-হরিরামপুর-বাজিতপুরসহ আশেপাশের শ শ মানুষ প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাদবপুর পৌঁছুলে মেহেরপুর সদর থানার বিপুল পরিমাণ পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ে। তারা জনির বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। বারবার মেহেরপুর অভিমুখে রওনা হওয়ার চেষ্টা করে। এ সময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, কোষাধ্যক্ষ মাহফিজুর রহমান রিটনের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা গ্রামের দিকে ফিরতে শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুড়িপোতা ও আশপাশের গ্রামে উত্তেজনা বিরাজ করছিলো।