মেহেরপুরের মেয়ে ময়নার থিসিস-এ আর্ন্তজাতিক স্বীকৃতি লাভ

মেহেরপুর অফিস: মেহেরপুর মেয়ে শারমিন আহমেদ ময়না থিসিসে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। তিনি লন্ডন থেকে পানি ও পরিবেশ ব্যবস্থাপনার ওপর ২০১০ সালে এমএস করার সময় দাখিলকৃত থিসিস পেপারটি আর্ন্তজাতিক পর্যায়ে গৃহিত হয় এবং সেটি আন্তর্জাতিক জার্নালে ছাপা হয়। গত ৩১ মার্চ আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর উইমেন’ চট্টগ্রাম ভেন্যুতে ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশ ও বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট গুণী ব্যক্তিদের মাঝে থিসিস পেপারটি উপস্থাপন করার জন্য তাকে আহবান করা হয়। কনফারেন্সে অংশগ্রহণকারী বিশিষ্ট গুণী ব্যক্তিরা তার থিসিসের প্রশংসা করেন। গত শনিবার দুপুরে কনফারেন্স শেষে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর জামালউদ্দীন শারমিন আহমেদ ময়নাকে সনদপত্র প্রদান করেন। শারমিন আহমেদ ময়না মেহেরপুর শহরের পিয়াদাপাড়ার অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও জাতীয় সাহিত্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল আহমেদ ও দিলরুবা আহমেদের জ্যেষ্ঠ কন্যা।
উল্লেখ্য, এর আগে শারমিন আহমেদ ময়না কবিতা আবৃত্তি, বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন।