মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হয়। স্বাস্থ্য অধিদফতরের অধীনে দেশের ২০টি কেন্দ্রের ৩৪টি ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিলো ৮২ হাজার ৮৫৬ জন। পরীক্ষা হয় ১শ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে। এ বছর প্রথমবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে। দেশের সরকারি ৩১টি মেডিকেল কলেজের আসন সংখ্যা তিন হাজার ৩১৮টি। এদিকে, শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে তিনি সাংবাদিকদের বলেন, অনেকে প্রশ্ন ফাসেঁর গুজব তোলেন। আপনারা কেউ এসব গুজবে কান দিবেন না। যারা প্রশ্ন ফাঁস করেন, তারা মেধাবীদের শত্রু। যোগ্যরাই চান্স পাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের মধ্যে মেধাবী ও যোগ্যরাই চান্স পাবে। চিকিৎসক হয়ে তারা পিতা-মাতার মুখ উজ্বল করবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তায় এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি। সেখানে শিক্ষাবিদ, সাংবাদিক সকলেই আছেন।