মুম্বাইয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানি

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মুম্বাইয়ের কেম্পস কর্নার এলাকায় মঁ ব্ল্যাঁ নামের ২৬ তলাবিশিষ্ট একটি বহুতল ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজ পরিচালনার সময় আগুনে পুড়ে আহত হয়েছেন দু কর্মকর্তাসহ মোট ৫ দমকল কর্মী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহুতল ভবনটির ১২ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু, আধুনিক বহুতল ভবনটির সব তলায় অগ্নিনির্বাপনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় আগুন ভবনের ওপরের দিকে উঠতে পারেনি। সেক্ষেত্রে প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা ছিলো। প্রথমদিকে ৫ জনের মৃতদেহ উদ্ধারের পর এক অগ্নিনির্বাপন কর্মকর্তা জানিয়েছিলেন, ভবনের ৫ বাসিন্দা অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। জাসলক, ব্রিচ ক্যান্ডি, জেজে ও নায়ার হাসপাতালগুলোতে তাদের মৃতদেহ পাঠানো হয়েছে। এরপর আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ভবনটি থেকে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, অগ্নিকাণ্ডে সেখানে থাকা কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফলে, ৫ অগ্নিনির্বাপন কর্মী আহত হয়েছেন। এদিকে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাস্থলে দমকলে বাহিনীর ১৪টি ট্রাক, ৭টি পানির ট্যাঙ্কার ও ৪টি অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। তবে, কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিলো, সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।