মুজিবনগরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় সভা

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগরে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর গণপূর্ত রেস্ট হাউজে এ মতবিনিময় সভায় দু সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত হয়।

মতবিনিময় সভায় বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং, বিএসএফ কৃষ্ণনগর সেক্টর কমান্ডার পুষ্পেন্দ্র সিং রাথর, চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. তারিক মাহমুদ সরকার, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মালকিয়াত সিং, সেকেন্ড ইন কমান্ড আমরিক সিং, ডেপুটি কমান্ডার ধর্ম প্রকাশ ও অ্যাসিসটেন্ট কমান্ডার ঋষি শেথী উপস্থিত ছিলেন। দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও আস্থা বজায় রেখে সীমান্তের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার আশা প্রকাশ করেন বিজিবি-বিএসএফ কর্মকর্তাবৃন্দ। বিকেলে সীমান্তের ১০৫ নম্বর মেন পিলার এলাকা দিয়ে বিএসএফ কর্মকর্তাবৃন্দ সস্ত্রীক মুজিবনগরে প্রবেশ করলে বিজিবির পক্ষ থেকে ফুল দিয়ে সম্ভাষণ জানানো হয়।