মুক্তিযোদ্ধাকে বাবা সাজানোর অভিযোগে পুলিশের নায়েক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধাকে বাবা সাজিয়ে সেনাবাহিনী এবং পুলিশে চাকরি দেয়ার একাধিক অভিযোগসহ পুলিশের নায়েক এনামুল হককে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া সদর থানায় এক পুলিশ কর্মকর্তার প্রতারণার মামলার প্রেক্ষিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল বগুড়ার আদমদীঘি উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত বয়েজ উদ্দিন সর্দারের ছেলে। মামলাসূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নায়েক এনামুল হক একজন প্রতারক হিসেবে চিহ্নিত। তিনি নিজের ঠিকানা লুকিয়ে সাহেবপাড়া, জয়পুরহাটের ঠিকানা দিয়ে পুলিশে চাকরি নেন। দীর্ঘদিন যাবত তিনি প্রতারণার মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে লোক নিয়োগ করাতেন। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিংড়া গ্রামের আবু হানিফ মণ্ডলের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল হককে গাবতলী উপজেলার জায়েদ আলীর ছেলে রেজাউল করিমের পিতা সাজিয়ে পুলিশে চাকরি দেন। একইভাবে শিবগঞ্জের আটমুল গ্রামের মিজানুর রহমানের পিতা জাবেদ আলীকে সদরের শিকারপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলামের পিতা সাজিয়ে পুলিশে চাকরি দিয়েছেন। পরবর্তীতে পুলিশের অধিতর তদন্তে বিষয় দুটি ধরা পড়ে। এছাড়াও প্রতারক এনামুল সেনাবাহিনী এবং পুলিশে চাকরি দেয়ার নামে অনেকের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব বিষয়ে পুলিশ সুপারের নিকট একাধিক অভিযোগ রয়েছে। অবশেষে রিজার্ভ পুলিশের (আরও-১) সাব-ইন্সপেক্টর আব্দুল মোমিন বাদী হয়ে ২৩ জুলাই বগুড়া সদর থানায় এনামুলের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। মামলা নং ৫৩, জিআর ৪৯২/১৫। মামলার প্রেক্ষিতে সদর থানার এসআই মোসাদ্দেক আলীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে শিবগঞ্জের মুরাদপুর এলাকায় তার বোনের বাড়ি থেকে এনামুলকে গ্রেফতার করে। সদর থানার এস আই মোসাদ্দেক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।