মিয়ানমার সীমান্তে টহল বিমান পাঠিয়েছে চীন

 

মাথাভাঙ্গা মনিটর: প্রতিবেশী মিয়ানমারের বিমান হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর সীমান্তে টহল ও যুদ্ধবিমান বিমান মোতায়েন করেছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের হামলার ঘটনা আরেকবার ঘটলে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। চীনা বিমান বাহিনীর মুখপাত্র শেন জানিয়েছেন, এসব বিমান মিয়ানমারের সামরিক বিমানকে শনাক্ত, পর্যবেক্ষণ ও সতর্ক করবে এবং দূরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন বেইজিংয়ে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত থিট লিন ওহনকে তলব করে বিমান হামলার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, হামলায় জড়িত ও দোষী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন লিউ।