মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আলমডাঙ্গায় মানববন্ধন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কোথায় মানবতা, কোথায় বিশ্ববিবেক এই স্লোগানকে সামনে রেখে গতকাল বাদ আসর আলতায়েবা মোড়ে আলমডাঙ্গাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, কুমারী ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মাও. আব্দুল কাদের, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোনায়েম হোসেন, ডা. শাফায়েতুল ইসলাম হিরো, উপসহকারী কৃষি অফিসার আহসানুল হক শাহিন, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কাউন্সিলর জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মীর আমিনুল ইসলাম টুটুল, আলহাজ্ব শফিউর রহমান খান, আলহাজ্ব শফি মিয়া, হারদী কলেজের প্রভাষক একেএম ফারুক হোসেন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম সরোয়ার, ডাউকি ইউনিয়নরে সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার, আনিছুর রহমান, আজিজুর রহমান পিন্টু, জাহিদুল ইসলাম, কাছারীবাজার মসিজিদের ইমাম আলহাজ্ব মওলানা ওমর ফারুক, আলী হোসেন, রবু মিয়া, ডালিম হোসেন, মশিউর রহমান শাহীন, আবুল কালাম আজাদ, ব্যবসায়ী  মিলন হোসেন, আব্দুর জব্বার লিপু, সিরাজুল, রাজিব, আনিস, রাকিবুল ইসলাম রিয়েল প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সকল স্তরের জনসাধারণসহ বিভিন্ন মসজিদের মুসল্লিগণ।