মালয়েশিয়ায় যেতে না দেয়ায় পিতা-মাতার ওপর অভিমান করে বিষপানে ছেলের আত্মহত্যা

আলমডাঙ্গা ব্যুরো: পাসপোর্ট-ভিসা ছাড়াই পানিপথে মালয়েশিয়া যেতে দিতে অস্বীকৃতি জানালে বাপ-মার ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আলমডাঙ্গার আঠারখাদা গ্রামের ৯ম শ্রেণির ছাত্র টগর আলী।
জানা গেছে, আঠারখাদা গ্রামের নবিসদ্দীনের ৯ম শ্রেণিতে পড়ুয়া কিশোর ছেলে টগর সম্প্রতি পাসপোর্ট-ভিসা ছাড়াই পানিপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য বাড়িতে বায়না ধরে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কিশোর ছেলেকে পানিপথে মালেশিয়ায় পাঠাতে কিছুতেই রাজি হননি বাপ-মা। এতে অভিমান-ক্ষোভে কিশোর টগর গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দুপুরে তাকে খোঁজ করতে শুরু করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী মাঠের নিমগাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকা কিশোর টগরের লাশ দেখতে পান। এ ঘটনা পুলিশকে জানানো হলে বিকেলে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে লাশ গতরাত বাদ এশা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। নবিসদ্দীনের দু ছেলে ও এক মেয়ের মধ্যে টগর সকলের বড় ছিলো। বড় সন্তানকে হারিয়ে বাপ-মা শোকে পাগল প্রায়।