মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদের ১৩ বছর জেল

মাথাভাঙ্গা মনিটর: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সন্ত্রাসের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির একটি অপরাধ আদালত তাকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন। ২০১২ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন একটি আদালতের প্রধান বিচারককে গ্রেফতারের নির্দেশ দেয়ার অভিযোগ প্রমাণিত হয় নাশিদের বিরুদ্ধে। পরশু তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে নাশিদ আপিল করতে পারবেন কি-না, তা প্রাথমিকভাবে জানা যায়নি। মধ্যরাতের আগে দেয়া রায়ে বিচারক আবদুল্লা দিদি বলেন, বিচারক আবদুল্লা মোহাম্মদকে গ্রেফতার ও তাকে অবৈধভাবে আটক রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন নাশিদ। রায় ঘোষণার পরপরই রাজধানী মালের ধুনিধু কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক প্রেসিডেন্টকে।

এদিকে নাশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। নাশিদের সমর্থকরা বলছেন, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী নাশিদ যাতে বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুমের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামতে না পারেন, সে জন্য রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিতভাবেই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নাশিদের কার্যালয় থেকে দেয়া বিবৃতিতেও বলা হয়েছে, এ বিচার অত্যন্ত সুস্পষ্টভাবেই রাজনৈতিক। নাশিদকে তার অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই লড়া ও আপিলের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ আনা হয় ওই বিবৃতিতে।