মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: মালদ্বীপের বিরোধীদলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গতকাল রোববার গ্রেফতার করেছে পুলিশ। ক্ষমতায় থাকাকালীন তিন বছর আগের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাশিদ মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তাকে দেশটির রাজধানী মালের একটি থানাহাজতে নেয়া হয়েছে। ২০০৮ সালে ক্ষমতায় আসেন নাশিদ। চার বছর পর পুলিশ ও সেনাদের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি। নাশিদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিলো। খবরে বলা হয়, গত সপ্তায় নাশিদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনেন রাষ্ট্রীয় কৌঁসুলি। অভিযোগে বলা হয়, ২০১২ সালে তিনি ক্ষমতার অপব্যবহার করে তখনকার ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেফতারের নির্দেশ দেন। একই অভিযোগে রোববার তার বিরুদ্ধে আবারও উচ্চতর সন্ত্রাসবিরোধী অভিযোগ আনা হয়। এই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে একই মামলায় গ্রেফতার এড়াতে নাশিদ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মালেতে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নেন। ২০১৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে তার সৎভাই মামুন আবদুল গাইয়ুমের কাছে তিনি পরাজিত হন।