মার্চে বিএনপির জাতীয় কাউন্সিল

স্টাফ রিপোর্টার: ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্মেলনের তারিখ ঘোষণার দুই সপ্তাহের মাথায় বিএনপিও একই মাসে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মার্চে দলের জাতীয় কাউন্সিল হবে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। তবে মার্চের কতো তারিখে কোথায় কাউন্সিল হবে তা জানা যায়নি। গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের কাউন্সিল করার সিদ্ধান্ত হয়। বৈঠকের ফাঁকে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে আগামী মার্চ মাসের মধ্যে ঢাকায় জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হযেছে। তারিখ ও ভ্যেনু পরবর্তীতে জানানো হবে। বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও সাত বছরের মাথায় দলটির ষষ্ঠ কাউন্সিল হচ্ছে। সর্বশেষ কাউন্সিলে বিএনপির শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি, ১৯৮৩ সাল থেকে দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া। ওই সম্মেলনে মহাসচিবের দায়িত্ব পান খন্দকার দেলাওয়ার হোসেন। ২০১১ সালে তার মৃত্যুর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। এরপর থেকেই তিনি এই দায়িত্ব পালন করে আসছেন।