মারপিট করে শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে মোটরসাইকেল কেড়ে নিয়ে অপহরণ অপচেষ্টার অভিযোগ যুবকের

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উজিরপুরের খলিফাপাড়ার হাবিবুর রহমানকে (২৪) পিটিয়েছে তার শ্বশুর-শ্যালকসহ শ্বশুরপক্ষের লোকজন। পিটুনির এক পর্যায়ে বড়বাজার ব্রিজের নিকট থেকে কৌশলে দৌড়ে পালিয়ে এ অভিযোগ করে বলেছে, কাছে থাকা মোটরসাইকেলটিও ওরা কেড়ে নিয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসানচত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উজিরপুরের তোরাব আলীর ছেলে হাবিবুর রহমান চুয়াডাঙ্গা কেদারগঞ্জে বিয়ে করে। বেশ কিছুদিন ধরে স্ত্রীকে পিতার বাড়ি পাঠিয়ে দিয়েছে। এরই মাঝে বিচ্ছেদ ঘটেছে বলেও প্রচার করে হাবিবুর। এরই মাঝে গতকাল সন্ধ্যায় সে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা আলী হোসেন মার্কেটের উদ্দেশে রওনা হয়। সাড়ে ৭টার দিকে শহীদ হাসান চত্বরে পৌছুলে কয়েকজন তার গতিরোধ করে। মারপিটের এক পর্যায়ে দৌলাতদিয়াড়ের দিকে নেয়া হয়। ব্রিজের নিকট থেকে কৌশলে সটকে পড়ে সে। এ তথ্য জানিয়ে হাবিবুর রহমান বলেছে, আমাকে আমারই শ্বশুর ও শ্যালকসহ তাদের লোকজন মেরে মোটরসাইকের ছিনিয়ে নিয়ে আমাকেও অপহরণের চেষ্টা করছিলো।

হাবিবুর এসব তথ্য দিলেও অপরপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।