মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছুতে উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা রেখেছেন

চুয়াডাঙ্গায় ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সিরাজুল ইসলাম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কর্মশালা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তরিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানসহ জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। কর্মশালায় চেয়ারম্যান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অতিথিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তারা তাদের সমস্যাগুলো তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি সেবা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। যেখান থেকে মানুষ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন। উদ্যোক্তারা গ্রামাঞ্চলের জনসাধারণকে সেবা প্রদান করে আসছেন। এভাবে বাংলাদেশকে ডিজিটালকরণে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অগ্রণী ভূমিকা রেখেছেন। মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছুতে উদ্যোক্তাদের আরও কর্মঠ হতে হবে। এছাড়া ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করার লক্ষ্যে কৃষকদের উদ্বুব্ধ করতে চেয়ারম্যানদের আহ্বান জানান তিনি।